Sunday, September 7, 2014

Kunal reveals Mamta as biggest beneficiary in Sardha scam (video)

Kunal Ghosh's explosive claim about Mamata and Saradha scam



Kunal Ghosh attacks Partha Chatterjee openly, asked him to face interrogation



সারদাকাণ্ডে ক্ষতিগ্রস্তের সংখ্যা অনেক বেশি, সিঙ্গুর আন্দোলন রাজ্যে পরিবর্তন আনলে সারদা নয় কেন,প্রশ্ন অমিত শাহ-র



সিঙ্গুরে মাত্র হাজার খানেক মানুষের হয়ে আন্দোলন করে মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজ্যে পালাবদল করতে পারেন,  তা হলে কেন সারদা-কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্ত সতেরো লক্ষ মানুষের হয়ে লড়াই করে তাঁরা পালাবদল করতে পারবে না?
লোকসভা ভোটের আগে সারদাকে হাতিয়ার করেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন নরেন্দ্র মোদি। ২০১৬-র বিধানসভা ভোটেও বিজেপি যে সেই সারদা অস্ত্রেই তৃণমূল সরকারকে বিঁধতে চায়, কলকাতায় এসে বিজেপির রাজ্য কমিটির বৈঠকে সে বার্তাই স্পষ্ট করে দিলেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ২০১৬র বিধানসভা ভোট পরিবর্তনের ডাক দিয়ে, দলের নেতা-কর্মীদের চাঙ্গা করতে তাঁর প্রশ্ন,
সিঙ্গুরে মাত্র হাজার খানেক মানুষের হয়ে আন্দোলন করে মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজ্যে পালাবদল করতে পারেন,  তা হলে কেন সারদা-কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্ত সতেরো লক্ষ মানুষের হয়ে লড়াই করে তাঁরা পালাবদল করতে পারবে না?
সারদাকাণ্ডে ইতিমধ্যেই তৃণমূলের একাধিক সাংসদ, মন্ত্রী, নেতাকে ডেকে জেরা করেছে সিবিআই-ইডি। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন রেল মন্ত্রকের অধীনস্থ আইআরসিটসির সঙ্গে সারদার গাঁটছড়া বাঁধা ঘিরে বিতর্ক তুঙ্গে। সারদা ও মমতা নিয়ে তৃণমূলেরই সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষের চাঞ্চল্যকর দাবি শাসকের অন্দরমহলেই শোরগোল ফেলে দিয়েছে। বিরোধীরা একসুরে মুখ্যন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব। আর এই পরিস্থিতিকেই রাজনৈতিক ভাবে অস্ত্র করতে চাইছেন অমিত শাহ। বিজেপির রাজ্য নেতৃত্বকে তাঁর বার্তা,
সারদাকাণ্ড সুবর্ণসুযোগ এনে দিয়েছে। এই পরিস্থিতিতে এক ইঞ্চি জমি ছাড়া যাবে না। প্রয়োজনে রক্তক্ষয়ী লড়াই লড়তে হবে। এর জন্য যাঁরা প্রস্তুত, তাঁরা এক জায়গায় আসুক। আমি জানি কীভাবে লড়ে জিততে হয়। আমি নিজে তা করে দেখিয়েছি।
২০১৬র বিধানসভা ভোটকে পাখির চোখ করে এখন থেকেই রাজ্যর বিজেপি নেতা-কর্মীদের ঝাপিয়ে পড়ার ডাক দেন অমিত শাহ। ঠিক করে দিয়েছেন আন্দোলনের রূপরেখাও। নারী নির্যাতন ও তৃণমূলের হয়ে পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগে এ মাস থেকেই পথে নামছে বিজেপি।
পুজোর ক’টা দিন বাদ দিয়ে, ১২ সেপ্টম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত টানা আন্দোলন করবে বিজেপি। রাজ্য জুড়ে চলবে থানা ঘেরাও কর্মসূচি। দ্বিতীয় ধাপের আন্দোলনের রূপরেখা ঠিক করবে তিন সদস্যর কমিটি। কমিটিতে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ, সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া এবং দলের কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিংহ। তাঁরা আবার পাঁচ সদস্যের কমিটি গড়বেন। এই কমিটি প্রথম ধাপের আন্দোলনের পরিস্থিতি পর্যালোচনা করে রিপোর্ট দেবে তিন সদস্যের কমিটিকে। তারপর চূড়ান্ত হবে দ্বিতীয় ধাপের আন্দোলনের রণকৌশল।
সবদিক খতিয়ে দেখে তিন সদস্যর কমিটিকে রিপোর্ট দেবে। সেই রিপোর্টর ভিত্তিতে আগামী দিনে আন্দোলনের রূপরেখা ঠিক করবে বিজেপির তিন সদস্যর কমিটি। 
এবারের লোকসভা ভোটে উত্তরপ্রদেশের দায়িত্ব নরেন্দ্র মোদি দিয়েছিলেন তাঁর প্রধান সেনাপতি অমিত শাহকে। উত্তরপ্রদেশে ৮০টি আসনের মধ্যে বিজেপি একাই ৭১টি আসন পেয়েছে। যা দেখে অমিত শাহের মাথায় ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা তুলে দিয়েছেন খোদ মোদি। সেই অমিত শাহের হাত ধরেই এবার পশ্চিমবঙ্গে পদ্মফুল ফোটানোর স্বপ্ন দেখছে বিজেপি।

                

         মমতা-সারদা যোগের খুঁটিনাটি জানতে কুণালকে চায় সিবিআই

                

                 The 'Maha Loot' of West Bengal




No comments:

Post a Comment