সারদা তদন্তে এবার সিবিআইয়ের নয়া অস্ত্র লকারের চাবি।
২৮ অগাস্ট প্রয়াত ইস্টবেঙ্গল কর্তা পল্টু দাসের আমহার্স্ট স্ট্রিটের বাড়িতে তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। সেই তল্লাশিতে উদ্ধার হওয়া জিনিসপত্রের তালিকা, অর্থাত্ সিজার লিস্টের এক্সক্লুসিভ কপি এসে পৌঁছেছে এবিপি আনন্দর হাতে।
সূত্রের খবর,
এটি কলেজ স্ট্রিটের একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের ১০৭ নম্বর লকারের চাবি। সিবিআই সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহে এই লকার খুলবেন তদন্তকারীরা।
লকারটির মালিক কে, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য না পেলেও, গোয়েন্দাদের অনুমান, দেবব্রত সরকার এই লকারটি ব্যবহার করতেন। এই লকারের সন্ধান পাওয়াকে তদন্তের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন গোয়েন্দারা। ইতিমধ্যেই কয়েকটি সূত্র মারফত্ সিবিআই জানতে পেরেছে,
রাতের অন্ধকারে দেবব্রত সরকার সারদার মিডল্যান্ড পার্কের অফিস থেকে টাকা নিয়ে এসে রাখতেন পল্টু দাসের বাড়িতে। সেখান থেকে সেই টাকা ভাগ বাঁটোয়ারা হত।
প্রয়াত ইস্টবেঙ্গল কর্তার বাড়ি থেকে উদ্ধার হওয়া, সুদীপ্ত সেন ও দেবব্রত সরকারের মধ্যে টাকা লেনদেনের কয়েকটি রসিদ গোয়েন্দাদের সন্দেহকে আরও দৃঢ় করেছে এই পরিস্থিতিতে সিবিআইয়ের অনুমান, এই লকার থেকে সারদার টাকার লেনদেন সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হতে পারে। যা পরবর্তীকালে এই কেলেঙ্কারিতে প্রভাবশালীদের ভূমিকা সম্পর্কে নতুন তথ্য দিতে পারে বলেই গোয়েন্দাদের আশা।
No comments:
Post a Comment