রজত মজুমদার-সুদীপ্ত সেনকে মুখোমুখি জেরা সিবিআইয়ের, চুক্তি ছাড়াই সুদীপ্তর থেকে নিতেন মাসিক ১০ লক্ষ টাকা
Saturday, 23 August 2014 04:47 PM
সুদীপ্ত সেনের সঙ্গে রজত মজুমদারকে মুখোমুখি বসিয়ে জেরা করছে সিবিআই৷ সিবিআই সূত্রে খবর, সুদীপ্ত সেনকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, সারদা কর্তার থেকে পরামর্শদাতা হিসেবে প্রতি মাসে ১০ লক্ষ টাকা নিতেন রজত মজুমদার৷ এমনকি, বিদেশে বঙ্গ সম্মেলন আয়োজন করার জন্য ৪ কোটি টাকাও তিনি নিয়েছিলেন বলে জানতে পেরেছে সিবিআই৷ তদন্তকারীরা সুদীপ্ত সেনকে জেরা করে জানতে পেরেছে, সেই টাকার হিসেব সারদা কর্তাকে কোনও দিনই দেননি৷ চুক্তি ছাড়াই মাসিক ১০ লক্ষ টাকা সারদা গোষ্ঠীর পরামর্শদাতা হিসেবে রজত মজুমদার কেন নিতেন, এখন সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷ সিবিআই সূত্রে খবর, বেশ কিছু প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে পরিচয়ও করিয়ে দেন রজত মজুমদার৷ তাঁরা কারা? তাঁদেরই বা কত টাকা দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখছে সিবিআই৷ সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা শুরু করেছেন গোয়েন্দারা৷ এদিকে, ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের হিসাবরক্ষককে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা৷
No comments:
Post a Comment