রেজিস্ট্রারের পরে ডিন, শোকজ করা হল প্রেসিডেন্সির ডিন অফ স্টুডেন্টসকে
Thursday, 28 August 2014 09:38 PM
রেজিস্ট্রারের পরে কি এবার নজরে ডিন? শোকজ করা হল প্রেসিডেন্সির ডিন অফ স্টুডেন্টসকে। আর্থিক অনিয়মের বিষয়ে জবাব তলব বিশ্ববিদ্যালয়ের তরফে। প্রশ্ন উঠেছে, প্রেসিডেন্সিতে যে হামলায় শাসক দলের ছাত্র সংগঠনের নাম জড়িয়েছে, তারই প্রতিবাদের জেরেই কি এই শোকজ?
ক’দিন আগেই সরকারি নির্দেশ মেনে রেজিস্ট্রারকে বদলি করেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়য় কর্তৃপক্ষ। এবার ডিন অফ স্টুডেন্টস-এর লিখিত জবাব তলব।
বিশ্ববিদ্যালয়ের হস্টেলে একাধিক আর্থিক অনিয়মের কারণ কী? জানতে চেয়ে প্রেসিডেন্সি কর্তৃপক্ষের চিঠি ডিন অফ স্টুডেন্টস দেবশ্রুতি রায়চৌধুরীকে। আইনজীবী মারফত সেই চিঠির উত্তরও দিয়েছেন দেবশ্রুতি। কিন্তু আচমকা এই চিঠিতে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠেছে যে সময়কার অনিয়মের কথা বলা হয়েছে, তখন সরকারিভাবে সেই দায়িত্বে ছিলেন না ডিন অফ স্টুডেন্টস।
তাহলে কীভাবে অনিয়মের দায় তাঁর ওপর বর্তায়?
এমনকী, অডিট রিপোর্ট না দেখিয়েই এইভাবে জবাব তলব করা যায় কি না, তাও প্রশ্নের মুখে।
সর্বোপরি, গভর্নিং বোর্ডের অনুমোদন ছাড়া এই সিদ্ধান্ত নেওয়া বাস্তবসম্মত কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এবিষয়ে স্পষ্ট কোনও মন্তব্য করতে চায়নি প্রেসিডেন্সি কর্তৃপক্ষ।
অন্যদিকে, ডিন অফ স্টুডেন্টস-এর বক্তব্য, আমি এবিষয়ে কোনও মন্তব্য করব না। যা জানাবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছি।
প্রশ্ন উঠেছে, কর্তৃপক্ষের এই জবাব তলবের এক্তিয়ার নিয়েও।
ঈশান স্কলার, আমেরিকার সোয়ার্স-এর পিএইচডি দেবশ্রুতি কি এবার শাসকের কোপে? তারই প্রক্রিয়া শুরু শোকজে? প্রশ্ন উঠেছে।
প্রেসিডেন্সিতে হামলায় নাম জড়িয়েছিল টিএমসিপির। হামলার প্রতিবাদে রাস্তায় নামে প্রেসিডেন্সি। সামনের সারিতে ছিলেন রেজিস্ট্রার এবং ডিন। রেজিস্ট্রারের বদলির পর ডিনের কাছে জবাব তলবকে তাত্পর্যপূর্ণ বলে মনে করছে শিক্ষামহলের একাংশ।
No comments:
Post a Comment