Thursday, August 28, 2014

মমতার রাজনৈতিক মিথ্যাচার বন্ধ হোক

অপরাধীদের আড়াল করতে রাজনৈতিক কুত্সা ছড়ানো হচ্ছে, সিবিআইকে তোপ মমতার


সারদাকাণ্ডে ক্রমেই জাল গোটাচ্ছে সিবিআই। তৃণমূলের সর্বভারতীয় নেতার একদা ঘনিষ্ঠ সহযোগী থেকে শুরু করে মদন মিত্রর প্রাক্তন আপ্ত সহায়ক, গোয়েন্দাদের নজর এখন প্রভাবশালীদের দিকে। এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে সিবিআইয়ের উদ্দেশে জোড়া বার্তা তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বললেন, তদন্তে সিবিআইকে সব ধরণের সহযোগিতা করবে সরকার, তবে সাধারণ মানুষের টাকা ফেরতের ব্যবস্থা করতে হবে। মমতার হুঁশিয়ারি, আসল অপরাধীদের আড়াল করে রাজনৈতিক কুত্‍সা করা চলবে না।
এদিনের সভা থেকে নাম না করে বিজেপির উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূলকে পদের টোপ এবং সিবিআই-এর ভয় দেখিয়ে লাভ হবে না।
তৃণমূল নেত্রীকে পাল্টা খোঁচা দিয়ে বিরোধীদের প্রশ্ন, সারদা কেলেঙ্কারিতে দলের নেতাদের নাম সামনে চলে আসার ভয়েই কি এখন সিবিআই তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি? তার সঙ্গে রাজনীতি জড়ানোর চেষ্টা করছেন?
বিরোধীদের আরও প্রশ্ন, সিবিআইয়ের কাজ সারদা কেলেঙ্কারির কোটি কোটি টাকা যাঁদের পকেটে ঢুকেছে তাঁদের গ্রেফতার করা, টাকা ফেরানো তো নয়! তাহলে টাকা ফেরতের কথা বলে কি সাধারণ মানুষের মনে সিবিআইয়ের তদন্ত সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ, এর আগেও তিনি একই ধরণের কথা বলেছিলেন।
এদিকে, সিবিআইকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির দিনই পাল্টা গর্জন করেছে সিবিআইও।  কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের বক্তব্য, যেখানে সন্দেহের অবকাশ রয়েছে, সেখানেই তল্লাশি চালানো হচ্ছে। যে রাজনীতিকরা তদন্তে সহযোগিতা করবেন না, তাঁদের গ্রেফতার করে হেফাজতে নেওয়া হবে।
সারদাকাণ্ডে ইতিমধ্যেই জেলে রয়েছেন তৃণমূলের সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্যসভার সাংসদ আহমেদ হাসান ইমরান, বালুরঘাটের তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার বস্ত্রমন্ত্রী শ্যামাপদ মুখোপাধ্যায়কে জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তৃণমূল নেতা রজত মজুমদারের বাড়িতে তল্লাশি চালানোর পর তাঁকে জেরা করেছে সিবিআই। বৃহস্পতিবারই মদন মিত্রর প্রাক্তন আপ্ত সহায়ক বাপি করিমকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। হানা দিয়েছে তৃণমূলের এক সর্বভারতীয় নেতার ঘনিষ্ঠ বলে পরিচিত আসিফ খানের বাড়িতেও হানা দিয়েছে তারা। তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসুকে জিজ্ঞাসাবাদ করেছে এসএফআইও। সব মিলিয়ে সারদা কেলেঙ্কারির তদন্ত যত এগোচ্ছে, ততই সরগরম হয়ে উঠছে রাজ্য রাজনীতি।

No comments:

Post a Comment