কৃষ্ণনগরে প্রকাশ্য রাস্তায় ইঞ্জিনিয়ারিং ছাত্রকে গুলি করে খুন
Thursday, 21 August 2014 12:27 PM
কৃষ্ণনগর স্টেশন লাগোয়া বেলডাঙা মোড়ে প্রকাশ্য রাস্তায় খুন ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র৷ মৃতের নাম, ইন্দ্রনীল রায়৷ তাঁর বাড়ি কৃষ্ণগঞ্জের মাজদিয়ায়৷ তিনি কলকতার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে স্টেশনে নেমে রিকশয় চাপেন ইন্দ্রনীল৷ হঠাত্ তাঁর পেটে এসে গুলি লাগে৷ আশঙ্কাজনক অবস্থায় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়৷ অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় পাঠানো হয়৷ যাওয়ার পথে মারা যান তিনি৷ শহরে প্রকাশ্য রাস্তায় কে বা কারা গুলি চালাল তা খতিয়ে দেখছে পুলিশ৷ ছাত্রের পরিবার সূত্রে জানা গিয়েছে, দাদুর বাত্সরিক কাজে যোগ দিতে কৃষ্ণনগরে স্টেশনে নামেন তিনি৷ পুলিশ রিকশ চালক ও প্রত্যক্ষদর্শীদের খোঁজ শুরু করেছে৷
No comments:
Post a Comment