Wednesday, February 6, 2013

Incessant sexual assault on women in Bengal




রকাশ সিংহ ও রঞ্জিত হালদার, এবিপি আনন্দ
Wednesday, 06 February 2013 13:47



দিল্লি গণধর্ষণকাণ্ডের ছায়া এবার জয়নগরে৷ মঙ্গলবার রাতে নিমপীঠ এলাকায় সিআই অফিসের কাছে ৪ যুবক এক কিশোরীকে গণধর্ষণ করে বলে অভিযোগ৷ প্রতিবাদ করে প্রহৃত তাঁর বন্ধু৷

মঙ্গলবার রাতে প্রতিবেশী বন্ধুর সঙ্গে সাইকেলে চেপে মথুরাপুরের মামা বাড়ি থেকে ফিরছিল বছর পনেরোর এক কিশোরী৷ অভিযোগ, রাত আটটা নাগাদ নিমপীঠ সিআই অফিসের কাছে, ২ যুবক তাঁদের রাস্তা আটকে দাঁড়ায়৷ তারা ফোন করে আরও দুইজনকে ডেকে নেয়।এরপর কিশোরীকে সাইকেল থেকে নামিয়ে জোর করে তুলে নিয়ে যায়৷ প্রতিবাদ করলে আরও ২ যুবক এসে কিশোরীর বন্ধুকে রাস্তায় ফেলে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ৷ এরপর ওই ৪ যুবক পাশেই বাগানে কিশোরীকে গণধর্ষণ করে বলে অভিযোগ৷
অভিযুক্তরা চলে যাওয়ার পর কিশোরীকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায় তার বন্ধু৷
মঙ্গলবার মাঝ রাতে জয়নগর থানায় ৪জনের নামে অভিযোগ দায়ের করা হয়৷ পুলিশ গণধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে৷ নিগৃহীতার মেডিক্যাল টেস্ট করা হয়েছে৷
এক বছর পার করার পরও পার্ক স্ট্রিট গণধর্ষণকাণ্ডে তৃতীয় অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ৷ প্রতিবাদে মঙ্গলবার পথে নামেন বিদ্বজ্জনেরা৷ এদিকে দিল্লি গণধর্ষণকাণ্ডের পর তড়িঘড়ি মহিলা সুরক্ষায় অর্ডিন্যান্সে সম্মতি দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ আসন্ন বাজেট অধিবেশনেই অর্ডিন্যান্সটি সংসদে পেশ হতে পারে৷ এর মধ্যেই ফের এ ধরনের ঘটনায় খাস কলকাতা থেকে জেলার প্রতন্ত এলাকায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে৷




মধ্যমগ্রামে ইভটিজিংয়ের শিকার তিন কিশোরী
Update: February 6, 2013 09:47 IST

বারাসতের পর এবার মধ্যগ্রামেও ইভটিজিংয়ের ঘটনা। কয়েকজন মদ্যপ যুবকের অশালীন আচরণ ও কটূক্তির শিকার এক মহিলাসহ তিন কিশোরী। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন মহিলার স্বামী ও এক কিশোরীর মা।

সোমবার রাত এগারোটা নাগাদ এ ঘটনাটি ঘটে মধ্যমগ্রাম স্টেশনের সামনে। সোমবার রাতে সুভাষ মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ভ্যানে অভিভাবকদের সঙ্গে বাড়ি ফিরছিলেন দুই কিশোরী, এক তরুণী এবং তাদের মায়েরা। দুই কিশোরীর বাবা পিছনে সাইকেলে ছিলেন। মধ্যমগ্রাম স্টেশনের কাছে একটি মিষ্টির দোকানের সামনে মদ্যপ অবস্থায় দাঁড়িয়ে ছিল তিন যুবক।  ওই যুবকেরা তরুণীদের উদ্দেশ্যে কটূক্তি ও অশালীন ইঙ্গিত করে। প্রতিবাদ করায় মারধর করা হয় মহিলার স্বামী ও তাঁর স্ত্রীকে। পরে মধ্যমগ্রাম তদন্ত কেন্দ্র ও বারাসত থানায় অভিযোগ জানান তাঁরা। এ ঘটনায় প্রণব পাল নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।


চলন্ত বাসে মহিলার ‘শ্লীলতাহানি’
ময়ুখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ
Wednesday, 06 February 2013 14:08

দিনেদুপুরে ভিড়ে ঠাসা বাসে এবার শ্লীলতাহানির অভিযোগ ঘিরে চাঞ্চল্য৷ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে কাশীপুর থানা এলাকায়৷ অভিযোগকারিণীর দাবি, এদিন সকালে কর্মস্থলে যাওয়ার জন্য বনহুগলি থেকে ৩৪বি রুটের বাস ধরেন তিনি৷ তাঁর অভিযোগ, বাসে ওঠার পর থেকেই এক মত্ত যুবক তাঁকে উত্যক্ত করতে শুরু করেন৷ চলন্ত বাসে ভিড়ের মধ্যে বারবার তাঁর গায়েও হাত দেন৷ মহিলা প্রতিবাদ করলেও কোনও লাভ হয়নি৷ কিছুক্ষণ পর ওই যুবক মোবাইল বার করে ওই মহিলার ছবি তোলেন৷ এরপরই তিনি চিত্‍কার করে প্রতিবাদ করেন৷ বাদানুবাদের পর বাসের অন্যান্য যাত্রীরা ওই মত্ত যুবককে বাস থেকে নামিয়ে কাশীপুর থানায় নিয়ে যান৷ দায়ের করা হয় এফআইআর৷
রবি সিংহ নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে৷







No comments:

Post a Comment