Wednesday, 06 February 2013 21:19
এ ব্যাপারে ওই কলেজেরই শিক্ষকদের একাংশের অভিযোগ, মন মতো প্রার্থী না হওয়ার জেরেই আটকে দেওয়া হচ্ছে মনোনীত অধ্যক্ষকে৷ মুখ্যমন্ত্রীর কলেজ যোগমায়া দেবী৷ তারই সান্ধ্যবিভাগ শ্যামাপ্রসাদ৷ মুখ্যমন্ত্রীর কলেজ ক্যাম্পাসেই সরকারের মনোনীত অধ্যক্ষকে ঢুকতে বাধাদানের অভিযোগ ঘিরে তাই তৈরি হয়েছে বিতর্ক৷ বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, শিক্ষার আঙিনাকে রাজনীতিমুক্ত করার তৃণমূলের স্লোগান কী তা হলে শুধুই স্লোগান?
No comments:
Post a Comment