Wednesday, February 6, 2013

Anarchy and Politics at Bengal's Education Arena



মুখ্যমন্ত্রীর কলেজে ঢুকতে তৃণমূলের 'বাধা' অধ্যক্ষকে
কলকাতা: সরকারি সুপারিশ থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজ ক্যাম্পাসে ঢুকতে পারছেন না অধ্যক্ষ৷ এ ব্যাপারে অভিযোগের আঙুল উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে৷ জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ফকিরচাঁদ কলেজের অধ্যক্ষ সুবীরেশ ভট্টাচার্যকে হাজরায় শ্যামাপ্রসাদ কলেজের অধ্যক্ষ পদে নিয়োগের জন্য গত বছরের অগাস্ট মাসে মনোনয়ন দেয় কলেজ সার্ভিস কমিশন৷ মনোনয়ন পাওয়ার এক মাসের মধ্যে কাজে যোগ দেওয়ার কথা৷ কিন্তু সুবীরেশবাবুর অভিযোগ, এতদিন পরও কলেজ পরিচালন সমিতির কাছ থেকে নিয়োগপত্র পাননি তিনি৷ বিষয়টি তিনি কলেজ সার্ভিস কমিশন ও কলেজের পরিচালন সমিতিকে চিঠি লিখেও জানিয়েছেন৷ কিন্তু এখনও সমস্যা সেই তিমিরেই রয়েছে৷ তবে শ্যামাপ্রসাদ কলেজের পরিচালন সমিতির সভাপতি সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় কার্যত কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, কমিশনের মনোনয়ন মানতে কলেজ বাধ্য কি না, তা খতিয়ে দেখা কমিটি গড়া হয়েছে৷ যে বিষয় কলেজে পড়ানো হয় না, সেই বিষয়ের প্রার্থীকে অধ্যক্ষ মনোনয়ন করা যায় কি না, তা নিয়েও প্রশ্ন তুলে রিপোর্ট চাওয়া হয়েছে৷ সচ্চিদানন্দবাবুর রাজনৈতিক পরিচয়, তিনি দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি৷ যদিও তাঁর যুক্তি মানতে নারাজ কলেজ সার্ভিস কমিশন স্পষ্ট জানিয়েছে, শ্যামাপ্রসাদ কলেজের অধ্যক্ষ পদে সুবীরেশ ভট্টাচার্যর নিয়োগ নির্ভুল৷ তাছাড়া আইন মেনেই কলেজে পঠন-পাঠন হয় না, এমন বিষয়ের প্রার্থীকে অধ্যক্ষ পদে নিয়োগ করা হয়েছে৷
এ ব্যাপারে ওই কলেজেরই শিক্ষকদের একাংশের অভিযোগ, মন মতো প্রার্থী না হওয়ার জেরেই আটকে দেওয়া হচ্ছে মনোনীত অধ্যক্ষকে৷ মুখ্যমন্ত্রীর কলেজ যোগমায়া দেবী৷ তারই সান্ধ্যবিভাগ শ্যামাপ্রসাদ৷ মুখ্যমন্ত্রীর কলেজ ক্যাম্পাসেই সরকারের মনোনীত অধ্যক্ষকে ঢুকতে বাধাদানের অভিযোগ ঘিরে তাই তৈরি হয়েছে বিতর্ক৷ বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, শিক্ষার আঙিনাকে রাজনীতিমুক্ত করার তৃণমূলের স্লোগান কী তা হলে শুধুই স্লোগান? 

No comments:

Post a Comment