Friday, October 24, 2014

Parui OC attacked, by Bengal ruling party, admitted in ICU



পাড়ুই থানার ওসিকে লক্ষ্য করে বোমা, ভর্তি ICU-তে

Last Updated: Friday, October 24, 2014 - 15:31

পাড়ুই থানার ওসিকে লক্ষ্য করে বোমা, ভর্তি ICU-তে
পাড়ুই: অস্ত্র উদ্ধার করতে গিয়ে বীরভূমের পাড়ুইয়ে আজ দফায় দফায় আক্রান্ত হল পুলিস। পুলিসকে লক্ষ্য করে ছোঁড়া বোমায় গুরুতর জখম হয়েছেন পাড়ুই থানার ওসি প্রসেনজিত্‍ দত্ত। থানার আর এক পুলিসকর্মীও জখম হয়েছেন। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এদিন প্রথমে পাড়ুইয়ের চৌমণ্ডলপুপরে  অস্ত্র উদ্ধারে গিয়ে আক্রান্ত  হয় পুলিস। সেখানে পুলিসকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে  দুষ্কৃতীরা। এরপর পুলিস আক্রান্ত হয় সাততোড়ে।
স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের উল্টোদিকে বীরভূমের পাড়ুইয়ে পাড়ুই থানার ওসির ওপর বোমা নিয়ে হামলা চালাল দুষ্কৃতীরা। ওসিসহ থানার এক পুলিসকর্মীও হামলায় গুরুতর জখম হয়েছেন। পাড়ুইয়ের সাতপুরায় স্থানীয় হাসপাতালের একটি  পরিত্যক্ত কোয়ার্টারে অস্ত্র মজুতের খবর পেয়ে আজ হানা দেয় পুলিস।হাসপাতালে ঢোকার মুখেই পুলিসের ওপর বোমা নিয়ে হামলা চালানো হয়। জখম ওসি ও এক পুলিসকর্মীকে সিউড়ি হাসপাতালে আনা হচ্ছে। আগ্নেয়াস্ত্র  উদ্ধারে এলাকার চৌমণ্ডল গ্রামেও তল্লাশি চলছে বলে জানা গেছে।








More: Bengal cops attacked with bombs when they raid suspect village

No comments:

Post a Comment