Saturday, September 13, 2014

উপনির্বাচনে তৃণমূলের গুণ্ডাগিরি


চৌরঙ্গীতে ভোট ঘিরে রক্তপাত, শিয়ালদায় মহিলা সিপিএম কর্মীদের বেধড়ক মার,অভিযুক্ত তৃণমূল



চৌরঙ্গী বিধানসভার উপনির্বাচন ঘিরে শহরে রক্তপাত। শিয়ালদায় সিপিএমের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, বেধড়ক মারধরও করা হয়েছে মহিলা কর্মীদের। জখম হয়েছেনও বেশ কয়েকজন।

সিপিএম সমর্থকদের অভিযোগ, আজ দুপুর একটা নাগাদ হঠাত্ই তাঁদের ক্যাম্প অফিসে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। লাঠি ও রড দিয়ে মারধর করার পাশাপাশি ক্যাম্প অফিসে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। মাটিতে ফেলে মারধর করা হয় মহিলা কর্মীদের। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

No comments:

Post a Comment