Saturday, September 13, 2014

Bengal Minister Partha also involved in Sardha Chit Fund scam

ফের বিস্ফোরক কুণাল, এবার নিশানায় চন্দ্রিমা, কৃষ্ণা



কলকাতা: ফের বিবৃতিতে বিস্ফোরক কুণাল ঘোষ। সারদাকাণ্ডে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর পর তাঁর নিশানায় এবার কৃষ্ণা-চন্দ্রিমা।

সারদাকাণ্ডে তদন্তের মাঝপথে সিবিআই দফতরে ধর্না শুরু করেছেন তৃণমূলের মহিলা কর্মীরা। নিজের বিবৃতিতে এবার সেই প্রসঙ্গ টেনে ফের বোমা ফাটালেন তৃণমূলের এই সাসপেন্ডেড সাংসদ। সেইসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য-কৃষ্ণা চক্রবর্তীর মতো যে তৃণমূল নেত্রীদের ধর্নায় নেতৃত্ব দিতে দেখা গিয়েছে, তাঁদের বিরুদ্ধেও তুললেন গুরুতর অভিযোগ। বিবৃতিতে কুণালের দাবি, রাজ্যের আইনমন্ত্রী স্বয়ং যেভাবে রাস্তায় নেমেছেন, তদন্ত প্রভাবিত হতে পারে।
তৃণমূলের বিক্ষোভে সামনের সারিতে দেখা গিয়েছে বিধাননগর পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তীকেও। সেই প্রসঙ্গ টেনে বিবৃতিতে কুণালের চাঞ্চল্যকর দাবি, সিবিআই দফতরের সামনে যাঁরা বিক্ষোভ করছেন, তার মধ্যে কৃষ্ণা চক্রবর্তী তাঁর বিধাননগর পুরসভার চলচ্চিত্রোৎসবের নৈশভোজ আয়োজনে সুদীপ্ত সেনের স্পনসরশিপ নিয়েছিলেন। গোটা শহরে যে হোর্ডিং ছিল, তার অনেকটাই সারদার খরচে। কৃষ্ণাদেবীর স্বামী সমীর চক্রবর্তীকে কিছু বিষয়ে সিবিআই প্রশ্ন করেছে। এসব ঠেকাতে তিনি বিক্ষোভে সামিল হয়েছেন।
কুণালের আরও দাবি, কোনও বেসরকারি কোম্পানি অসৎ না জানা পর্যন্ত সেখানে চাকরি বা বিজ্ঞাপন নেওয়া (আয়কর দিয়ে) দোষের হতে পারে না। অথচ আমাকে এজন্য মাসের পর মাস বন্দি রাখা হল। কৃষ্ণা চক্রবর্তীরা তাহলে একই অভিযোগে অভিযুক্ত হবেন না কেন? কুণালের দাবি প্রসঙ্গে প্রতিক্রিয়া নেওয়ার জন্য কৃষ্ণা চক্রবর্তীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তিনি ফোন ধরেননি।
বিবৃতিতে ফের পার্থ চট্টোপাধ্যায়ের দিকেও আঙুল তুলেছেন কুণাল। তাঁর দাবি,  পার্থ চট্টোপাধ্যায় তাঁর নিজস্ব একটি কর্মসূচিতে (সরকারি নয়/যেখানে পার্থবাবু চেয়ারম্যান) কর্পোরেট পার্টনার হিসেবে এমপিএস, আইকোর, টাওয়ার সহ বহু চিটফান্ডের অর্থসাহায্য নিয়েছেন। ... যিনি নিজের কাজে/কর্মসূচিতে বহু চিটফান্ডের টাকা নেন, তিনি কেন চিটফান্ডের ভাবমূর্তি উজ্জ্বল করার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত হবেন না?
শুক্রবার আলিপুর আদালতেও ২০১২ সালের একটি দুর্গাপুজোর কার্ড বের করে কুণাল বলেন, কার্ডটি দেখুন। কার্ডে সারিবদ্ধভাবে চিটফান্ড সংস্থার নাম রয়েছে। পুজোর কর্পোরেট পার্টনার হিসেবে তাদের দেখানো হয়েছে। পুজো কমিটির প্রধান পার্থ চট্টোপাধ্যায়। তবে সেই পুজো কমিটি অবশ্য শনিবার সাংবাদিক বৈঠক করে পার্থ চট্টোপাধ্যায়ের পাশেই দাঁড়িয়েছে।


বৃহস্পতিবার আলিপুর আদালতে তৃণমূল নেতা রজত মজুমদার দাবি করেন, সুদীপ্ত সেন তাঁর হাত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও মুকুল রায়ের কাছে টাকা পাঠাতেন বলে কুণাল সিবিআইকে জানিয়েছেন। কিন্তু বিবৃতিতে কুণালের দাবি, সিবিআই কর্তারা সাক্ষী এই প্রসঙ্গটিতে মমতার নাম উল্লেখ পর্যন্ত হয়নি। রজতদা কেন বললেন, বুঝলাম না।
বৃহস্পতিবারই স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার উদযাপন-মঞ্চে মুখ্যমন্ত্রী বলেছেন, “স্বামীজিকেও অনেক সমালোচনা, অনেক বিতর্ক, অনেক কষ্ট, বুকে ব্যথা সহ্য করে লক্ষ্যে পৌঁছতে হয়েছিল।’’ সরাসরি কারও নাম না করলেও কুণালের বিবৃতির শেষ অংশ,  স্বামী বিবেকানন্দ অনেক সমালোচনা সহ্য করে বুকে ব্যথা নিয়ে লক্ষ্যে পৌঁছোন। কেউ আবার সমালোচনা এবং বুকের ব্যথা অন্যকে দিয়ে নিজে লক্ষ্যে পৌঁছোন!


************************************************


,    ,   


          



 , :    ‘’                                       ,       ,         ,                       ,              
                                 ,           ,           ,     
             ,                                           ,      ?          ,      ,      ?     ?                    -        ,  ,  ,        ,                   ,                    ,          ,                             ,    ,      ,              ,                      ?
               ,                ,  ,         ,      ?        ’-      ,        ?                      
        ,             ,                    ,                       ,            ,                                                        ,                                




No comments:

Post a Comment