সারদার টাকা পল্টু দাসের বাড়িতে এনে হত ভাগ বাঁটোয়ারা?
Thursday, 28 August 2014 09:01 PM
সারদা-তদন্তে ক্লাব-কর্তা দেবব্রত সরকারের পর সিবিআইয়ের নজরে ইস্টবেঙ্গলের প্রয়াত কর্তা পল্টু দাসের বাড়ি। বৃহস্পতিবার সকাল থেকে আমহার্স্ট স্ট্রিটে পল্টু দাসের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালালেন সিবিআই আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ করলেন প্রয়াত ইস্টবেঙ্গল কর্তার স্ত্রীকে।
বৃহস্পতিবার সকালে পল্টু দাসের বাড়িতে পৌঁছোয় সিবিআইয়ের তদন্তকারী দল। পাঁচ ঘণ্টা ধরে বাড়িজুড়ে তন্নতন্ন করে চলে তল্লাশি। তদন্তকারীরা জানিয়েছেন, সুদীপ্ত সেন ও দেবব্রত সরকারের মধ্যে টাকা লেনদেনের বেশ কয়েকটি রসিদ উদ্ধার হয়েছে পল্টু দাসের বাড়ি থেকে।
সিবিআই বলছে, পল্টু দাসের বাড়ি থেকে উদ্ধার হওয়া এই তথ্য তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, দেবব্রত সরকার গোড়া থেকেই দাবি করে আসছেন, সুদীপ্তর থেকে তিনি চুক্তির জন্য যে টাকা নিয়েছেন, তার হিসেব তিনি দেখিয়ে দিয়েছেন। তার বাইরে নিয়ম বহির্ভূতভাবে কোনও টাকাই তিনি নেননি। কিন্তু, সিবিআইয়ের প্রশ্ন, সুদীপ্ত সেন ও দেবব্রত সরকারের মধ্যে লেনদেনের যে রসিদ পল্টু দাসের বাড়িতে উদ্ধার হয়েছে, সেই লেনদেন তাহলে কীসের?
প্রয়াত ইস্টবেঙ্গল কর্তার বাড়িতে সারদা কর্ণধার ও দেবব্রতর মধ্যে টাকা লেনদেনের রসিদ সিবিআইয়ের সন্দেহ আরও গাঢ় করেছে। কারণ, তদন্তকারীরা বলছেন, ইতিমধ্যেই কয়েকটি সূত্র থেকে তাঁরা জানতে পেরেছেন যে, রাতের অন্ধকারে দেবব্রত সরকার সারদার মিডল্যান্ড পার্কের অফিস থেকে টাকা নিয়ে এসে রাখতেন পল্টু দাসের বাড়িতে। সেখান থেকে সেই টাকা ভাগ বাঁটোয়ারা হত।
বৃহস্পতিবার পল্টু দাসের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা লেনদেনের রসিদ কি তদন্তে উঠে আসা এই তথ্যে কার্যত সিলমোহর দিল? খতিয়ে দেখছে সিবিআই। প্রসঙ্গত, ময়দানের অনেকেই বলেন, এই পল্টু দাসের হাত ধরেই ইস্টবেঙ্গল ক্লাবে দেবব্রতর যাতায়াত শুরু। পরে সেই সময়কার সর্বময় কর্তা পল্টু দাসের নজরে পড়ে যান তিনি৷ তারপর থেকেই ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত দেবব্রত সরকার ওরফে নিতু।
সিবিআই জানিয়েছে, এদিন পল্টু দাসের বাড়ি থেকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। প্রয়োজন পড়লে ফের প্রয়াত ইস্টবেঙ্গল কর্তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
No comments:
Post a Comment