Monday, August 11, 2014

West Bengal Govt desperate to save guilty leaders of ruling party in Sardah chit fund fraud case?



মমতা সরকারের সহায়তায় সারদা চিট ফান্ড জালিয়াতি তে শাসকদলের নেতাদের বাঁচাতে মরীয়া পশ্চিমবঙ্গ সরকার? 



সিবিআই তল্লাশি, সারদার হার্ডডিস্ক বাজেয়াপ্ত, মিলবে প্রভাবশালীদের সম্পর্কে তথ্য?




কলকাতা: বাজেয়াপ্ত করল সিবিআই৷ গোয়েন্দাদের অনুমান, সারদায় লাভবান প্রভাবশালী ব্যক্তিদের সম্পর্কে যে তথ্যপ্রমাণ তাঁরা খুঁজছেন, তা মিলতে পারে এই সব হার্ড ডিস্কে৷ সল্টলেকে সারদার অফিসে ফের সিবিআই তল্লাশি৷
বাজেয়াপ্ত করা হয়েছে ২০টি হার্ডডিস্ক, সিডি৷ তথ্য বিশ্লেষণের জন্য সেগুলি পাঠানো হচ্ছে বিশেষজ্ঞদের কাছে৷
সোমবার দুপুর ৩টেয়  সাইবার বিশেষজ্ঞদের নিয়ে সল্টলেক ডিএন-টোয়েন্টি নাইনে সারদার অফিসে তল্লাশি শুরু করে সিবিআই৷ অফিসের পাঁচতলায় তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ১০ জন অফিসার৷ সিবিআই সূত্রে খবর, সারদার এই অফিস থেকে হার্ড ডিস্ক সহ ২০টি কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে৷ গোয়েন্দাদের অনুমান, সারদায় লাভবান প্রভাবশালী ব্যক্তিদের সম্পর্কে যে তথ্যপ্রমাণ তাঁরা খুঁজছেন, তা মিলতে পারে এই সব হার্ড ডিস্কে৷ দ্রুত সেগুলি পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে বিশেষজ্ঞদের কাছে৷

সারদার এই অফিস থেকেই মূলত চিট ফান্ডের ব্যবসা চলত৷ পাশাপাশি, এখানে সারদার মিডিয়া ব্যবসারও একটি ইউনিট ছিল৷ কয়েকদিন আগে এই অফিসের চার তলায় তল্লাশি চালায় সিবিআই৷ এদিন, সাড়ে চার ঘণ্টা তল্লাশি চালানো হয় পাঁচ তলায়৷

No comments:

Post a Comment