মমতা সরকারের সহায়তায় সারদা চিট ফান্ড জালিয়াতি তে শাসকদলের নেতাদের বাঁচাতে মরীয়া পশ্চিমবঙ্গ সরকার?
সিবিআই তল্লাশি, সারদার হার্ডডিস্ক বাজেয়াপ্ত, মিলবে প্রভাবশালীদের সম্পর্কে তথ্য?
Monday, 11 August 2014 10:29 PM
কলকাতা: বাজেয়াপ্ত করল সিবিআই৷ গোয়েন্দাদের অনুমান, সারদায় লাভবান প্রভাবশালী ব্যক্তিদের সম্পর্কে যে তথ্যপ্রমাণ তাঁরা খুঁজছেন, তা মিলতে পারে এই সব হার্ড ডিস্কে৷ সল্টলেকে সারদার অফিসে ফের সিবিআই তল্লাশি৷
বাজেয়াপ্ত করা হয়েছে ২০টি হার্ডডিস্ক, সিডি৷ তথ্য বিশ্লেষণের জন্য সেগুলি পাঠানো হচ্ছে বিশেষজ্ঞদের কাছে৷
সোমবার দুপুর ৩টেয় সাইবার বিশেষজ্ঞদের নিয়ে সল্টলেক ডিএন-টোয়েন্টি নাইনে সারদার অফিসে তল্লাশি শুরু করে সিবিআই৷ অফিসের পাঁচতলায় তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ১০ জন অফিসার৷ সিবিআই সূত্রে খবর, সারদার এই অফিস থেকে হার্ড ডিস্ক সহ ২০টি কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে৷ গোয়েন্দাদের অনুমান, সারদায় লাভবান প্রভাবশালী ব্যক্তিদের সম্পর্কে যে তথ্যপ্রমাণ তাঁরা খুঁজছেন, তা মিলতে পারে এই সব হার্ড ডিস্কে৷ দ্রুত সেগুলি পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে বিশেষজ্ঞদের কাছে৷
সারদার এই অফিস থেকেই মূলত চিট ফান্ডের ব্যবসা চলত৷ পাশাপাশি, এখানে সারদার মিডিয়া ব্যবসারও একটি ইউনিট ছিল৷ কয়েকদিন আগে এই অফিসের চার তলায় তল্লাশি চালায় সিবিআই৷ এদিন, সাড়ে চার ঘণ্টা তল্লাশি চালানো হয় পাঁচ তলায়৷
No comments:
Post a Comment