Monday, August 11, 2014

Epidemic Encephalitis spreads for West Bengal Govt inaction


এনসেফ্যালাইটিসে মৃত্যুমিছিল অব্যাহত, মোকাবিলায় 

কী ব্যবস্থা, রাজ্যের হলফনামা তলব

সনত্ ঝা ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ


Monday, 11 August 2014 09:49 PM


শিলিগুড়ি: এনসেফ্যালাইটিসে মৃত্যুমিছিল অব্যাহত৷ উত্তরবঙ্গে আরও ২ জনের মৃত্যু৷ 

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ-হাসপাতালে মৃত্যু হওয়া দুজন হলেন বিপ্লব সিংহ ও বৈকুণ্ঠ 

সরকার৷ প্রথম জন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা এবং অন্যজন দক্ষিণ দিনাজপুরের 

কুশমন্ডির৷

এদিকে এনসেফ্যালাইটিস উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ করা 

হয়েছে, জানতে চেয়ে ২১ তারিখের মধ্যে রাজ্য সরকারের হলফনামা তলব করেছে হাইকোর্ট৷ 


এর মাঝেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ-হাসপাতাল থেকে একসঙ্গে ১৯জন চিকিত্সককে 

বদলি করার প্রতিবাদে সোমবার হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তার ও 

ছাত্রদের একাংশ৷ অবিলম্বে বদলি রদ করার দাবিতে অধ্যক্ষের কাছে ডেপুটেশনও দেন তাঁরা৷

বিরোধীদের অভিযোগ, রাজ্য সরকার তাদের ব্যর্থতা ঢাকতে এনসেফ্যালাইটিসে মৃত ও 

আক্রান্তদের সঠিক তালিকা প্রকাশ করছে না রাজ্য সরকার৷ সম্প্রতি এই অভিযোগ তুলে 

কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংগঠন৷ সেই 

মামলার শুনানিতে এনসেফ্যালাইটিস মোকাবিলায় এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ নেওয়া 

হয়েছে,  তা জানতে চেয়ে ২১ অগাস্টের মধ্যে রাজ্য সরকারের হলফনামা তলব করেছে 

হাইকোর্ট৷


No comments:

Post a Comment