ব্যাঙ্গালোরে ইভটিজারকে তাড়া করে লাথি সাহসিনীর
Monday, 11 August 2014 09:52 PM
ব্যাঙ্গালোর: মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন এক মহিলা। আর তখন তাঁকে লক্ষ্য করে ভেসে আসে কটূক্তি। এরকম তো নিত্যদিনই বিভিন্ন জায়গায় হয়ে থাকে।বেশিরভাগই মুখ বুজে লাঞ্ছনা সহ্য করে যেতে হয়। কিন্তু এবার অন্যরকম করে দেখালেন ব্যাঙ্গালোরের এক সাহসিনী। ইভটিজারকে তাড়া করে ধরে তাকে লাথি কষালেন তিনি। ক্ষমাও চাওয়ালেন। আর এই ঘটনার ভিডিও তুলে ফেসবুকে পোস্ট করে দিলেন ওই মহিলা। সঙ্গে সঙ্গেই তা নেট-দুনিয়ায় ছড়িয়ে পড়ল।
গত ৮ অগাস্ট ফেসবুক পেজে ওই ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, আমি এক ইভটিজারকে জবরদস্ত শাস্তি দিয়েছি। সকালে আমাকে কটূক্তি করা হয়। সঙ্গে সঙ্গে আমি তাকে তাড়া করে ধরে ফেলি। মারধরও করেছি। পরে পুলিশের কাছে এফআইআরও দায়ের করেছি।পুলিশের ভূমিকা দারুন সদর্থক।
তিনি আরও লিখেছেন, আমি মহিলাদের জন্য এই ভিডিও পোস্ট করেছি। কারণ, আমি মহিলাদের জানাতে চাই যে, আমরা চাইলে তবেই অবস্থার পরিবর্তন হবে।
ওই মহিলাদের অভিযোগ, ওই দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে অশালীন উক্তি করে। এরপর সাহসিনী ঘুরে দাঁড়াতেই পালাতে যায় সে। কিন্তু ওই মহিলাও ছাড়ার পাত্র নন। তিনি তাড়া করে ধরে ফেলেন ওই ইভটিজারকে।সে তখন বারবার ক্ষমা চায়।কিন্তু ওই মহিলা তাকে কষিয়ে লাথি মারেন। তাঁর বৌদি পুরো ঘটনা মোবাইলের ভিডিওতে তুলে ফেলেন।ফেসবুকের পোস্টটিতে ৪ হাজারের বেশি ‘লাইক’ পড়েছে।
ওই মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ দুষ্কৃতীকে ঘটনার দিনই গ্রেফতার করে। এখন সে জামিনে ছাড়া পেয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি শহরের একটি স্কুলে এক ৬ বছরের ছাত্রীর গণধর্ষণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল ব্যাঙ্গালোর। এবার সেই শহরেই এক সাহসিনীর কাছে নতজানু হল ইভটিজার।
***************
No comments:
Post a Comment