খুচরো আলুর দাম কেজিতে ২২ টাকার নীচে করা সম্ভব নয়, স্বীকার রাজ্যের
Monday, 25 August 2014 07:07 PM
কলকাতা: অগ্নিমূল্য আলু। বাজারে গিয়ে নাভিশ্বাস ক্রেতাদের। কিন্তু, খুচরো বাজারে আলুর দাম ২২ টাকা কেজির নীচে করা সম্ভব নয়, তা কার্যত স্বীকার করে নিল রাজ্য সরকার। তবে, এবার থেকে ফেয়ার প্রাইস শপে প্রতিদিন ৩০০ মেট্রিক টন আলু ১৪ টাকা কেজি দরে বিক্রি করবে রাজ্য সরকার।
আলুর মূল্যবৃদ্ধি নিয়ে সোমবার নবান্নে আলু ব্যবসায়ী ও হিমঘর মালিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ছিলেন কৃষিমন্ত্রী, কৃষি বিপণন মন্ত্রী এবং মুখ্যসচিব।বৈঠক শেষে টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন, দিল্লি, অসম, ওড়িশায় আলুর দাম পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি। তাই রাজ্যে খুচরো বাজারে এই মুহূর্তে আলুর দাম কেজিতে ২২ টাকার কম করা যাবে না। বিকল্প হিসেবে এবার থেকে প্রতিদিন ফেয়ার প্রাইস শপে ৩০০ মেট্রিক টন আলু ১৪ টাকা কেজি দরে বিক্রি করা হবে।
আলুর দামে লাগাম টানতে সম্প্রতি ভিন রাজ্যে আলু রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার। পাল্টা পশ্চিমবঙ্গেও সবজি সরবরাহ বন্ধ করে দেয় সেইসব রাজ্য। কার্যত চাপে পড়েই কয়েকদিন পর নিষেধাজ্ঞা সাতদিনের জন্য তুলে নেয় রাজ্য সরকার। এবার তা পুরোপুরি তুলে নেওয়া হল। তবে, টাস্ক ফোর্সের তরফে জানানো হয়েছে, প্রতিদিন ৭০০ মেট্রিক টনের বেশি আলু ভিন রাজ্যে রফতানি করা যাবে না।
সরকারি আলুর দাম কেজিতে ১৪ টাকা হলেও ক্রেতাদের অভিযোগ, তার গুণগত মান অত্যন্ত খারাপ। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে, পচে নষ্টও হয়েছে বস্তা বস্তা আলু। এনিয়ে সরকারের কড়া সমালোচনা করেছে বিজেপি। রাজ্য সভাপতি বিজেপি। রাহুল সিংহ বলেছেন, সরকারের ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে জনগণকে। যে বোঝা বওয়ার দায়িত্ব ছিল সরকারের, সে বোঝা বইতে হচ্ছে মানুষকে, অভিযোগ বিজেপির।
এই পরিস্থিতিতে সরকারের ফেয়ার প্রাইস শপে রোজ ৩০০ মেট্রিক টন আলু ১৪ টাকা কেজিতে মিললেও তা বাজারের অভাব পূরণ করতে পারবে কি? রাজ্য সরকারের এই উদ্যোগে সাধারণ মানুষ যে কতটা উপকৃত হবেন? তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে।
No comments:
Post a Comment