যাদবপুর: প্রশ্নের মুখে কমিশনারের অস্ত্র-তত্ত্ব
Thursday, 18 September 2014 08:22 PM
প্রশ্ন - ১
ঘটনাস্থল থেকে কোনও অস্ত্র উদ্ধার হল না কেন?
প্রশ্ন - ২
ধৃত ৩৬ জনের কাছে কোনও অস্ত্র মিলল না কেন?
প্রশ্ন - ৩
অস্ত্র নিয়ে পড়ুয়ারা অবস্থান-বিক্ষোভ দেখাচ্ছেন, এই খবর পুলিশ কমিশনারকে কে দিলেন?
পুলিশ কমিশনার আবার স্যাক্সোফোন, গিটারকে অস্ত্র ভেবে ভুল করেননি তো! কটাক্ষের সুর পড়ুয়াদের গলায়।
প্রাক্তন পুলিশ-কর্তাদের একাংশ বলছেন, পুলিশ কমিশনার এদিন যেভাবে অস্ত্র-তত্ত্ব সামনে এনেছেন, তা অত্যন্ত পরিচিত পন্থা। পুলিশের মৃগয়াভূমি। অভিযুক্তদের বিরুদ্ধে যখন তথ্য প্রমাণ জোগাড় করতে পারেনা পুলিশ, তখন অনেকসময়ই ফাঁসানোর জন্য অভিযুক্তদের কাছ থেকে অস্ত্র কিংবা মাদক উদ্ধার হয়েছে বলে দেখায়। পুলিশের বিরুদ্ধে এরকম অভিযোগ মাঝেমধ্যেই ওঠে। অন্যদিকে, ছাত্র-ছাত্রীদের কথা পছন্দ না হলে অনেকসময় তাঁদের গায়ে মাওবাদী তকমা লাগানোর অভিযোগও ওঠে শাসকের বিরুদ্ধে।
যাদবপুরকাণ্ডের পর নানা মহলে প্রশ্ন উঠছে, পুলিশকে আড়াল করতে কি কমিশনার অস্ত্র তত্বের সহজ এবং চেনা পথটাই বেছে নিলেন?
No comments:
Post a Comment