সারদা কেলেঙ্কারি: সেবি আধিকারিকদের
কাছে টাকা পৌঁছে দিতেন দুই ব্যবসায়ী,
সিবিআইয়ের জেরায় দেবব্রত
সৌজন্যেঃ এবিপি আনন্দ ওয়েব ডেস্কThursday, 21 August 2014 11:36 AM
সারদা কেলেঙ্কারির ঘটনা ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার গ্রেফতার কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য হাতে পেল সিবিআই৷ সিবিআই সূত্রে খবর, দেবব্রত সরকারকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন, সন্দীপ অগ্রবাল ও সজ্জন অগ্রবাল নামে দুই ব্যবসায়ীর মাধ্যমে সেবি আধিকারিকদের টাকা পৌঁছে দিতেন ইস্টবেঙ্গল কর্তা৷ ব্যবসায়ীদের চিহ্নিত করে এই সব প্রশ্নের উত্তরের খোঁজে তদন্ত শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, মিডল্যান্ড পার্কে তল্লাশি চালিয়ে সিবিআই জানতে পেরেছ যে প্রথম দফায় সারদা-কর্তা সুদীপ্ত সেনের কাছে ৩ কোটি টাকা নিয়েছিলেন দেবব্রত সরকার৷ এরপর প্রতিমাসে সুদীপ্ত সেনের কাছে ৭০ লক্ষ টাকা নিতেন তিনি৷ সিবিআই সূত্রে খবর, মিডল্যান্ড পার্কে উদ্ধার হওয়া একটি কাগজে সেই টাকার হিসেব লেখা রয়েছে৷ তাতে লেখা রয়েছে, প্রতি মাসে সেবির চেয়ারম্যানকে ২০ লক্ষ টাকা দিতেন দেবব্রত৷ ৩৫ লক্ষ টাকা সেবির অন্যান্য আধিকারিককে দিতেন তিনি৷ বাকি ১০ লক্ষ টাকা দেওয়া হত রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার শীলবাবু নামে জনৈক এক ব্যক্তিকে৷ কিন্তু, কে এই শীলবাবু? তা খতিয়ে দেখছে সিবিআই৷ দেবব্রত সরকার বাকি ৫ লক্ষ টাকার হিসেব কোনও দিনই মিডল্যান্ড পার্কে দেখাতেন না বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে৷ সেবি ও রিজার্ভ ব্যাঙ্ককে ওই টাকা কী আদৌ দিতেন দেবব্রত সরকার? এখন তাও খতিয়ে দেখছে সিবিআই৷ এই সব প্রশ্নের উত্তরের খোঁজে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা৷ আজ ইস্টবেঙ্গলের এই কর্তাকে আলিপুর আদালতে তোলার পর নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে সিবিআই৷ সুদীপ্ত সেন ও দেবব্রত সরকারকে মুখোমুখি বসানোরও পরিকল্পনা করছেন সিবিআই আধিকারিকরা৷
No comments:
Post a Comment